➥10-April-2019 থেকে নতুন নিয়মে NETELLER একাউন্ট ভেরিফিকেশন করতে হবে
- ‣‣‣ ভেরিফিকেশনের জন্যে যা যা করতে হবে ‣‣‣
- প্রথমে NID কার্ডের সামনের এবং পিছনের অংশের ছবি তুলে তা আপলোড দিতে হবে অথবা পাসপোর্টের যে পেজে চেহারা ও জন্ম তারিখ আছে, ওই পেজের ছবি আপলোড দিতে হবে ।
- একটি সাদা কাগজে "NETELLER" লিখতে হবে । তারপর "NETELLER" লিখাটার নিচে যেদিন ভেরিফিকেশনের জন্যে ডকুমেন্টস আপলোড দিবেন সেদিনের তারিখটা লিখতে হবে । তারপর "NETELLER" আর তারিখ লিখাসহ ঐ কাগজের সাথে সেলফি তুলে তা আপলোড দিতে হবে । এড্রেস ভেরিফিকেশন ডকুমেন্ট আপলোড করতে হবে।
- ❐ বিকল্প পদ্ধতিঃ কেউ যদি ডকুমেন্ট আপলোড ছাড়া একাউন্ট ভেরিফিকেশন করতে চান তাহলে Mobile App এর মাধ্যমে একাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন ।