Perfect Money তে Account Open করুন খুব সহজ়ে

আগের পর্বে Perfect Money কি সেটা নিয়ে লিখেছি। আগের পর্ব না পড়লে বলব এই পর্ব পড়ার আগে আগের পর্বটি পড়ে আসুন। নিচের লিঙ্ক দেখুন


এই পর্বে দেখাব কিভাবে আপনি খুব সহজে একটি পারফেক্ট মানির একাউন্ট খুলবেন তার আগে বলি আপনি যদি আপনার Account টা পরে Verify করতে চান তবে Account খোলার আগেই ২ টা জিনিস হাতের কাছে রাখুন।
১। National ID Card বা Passport বা Driving License এর Scan Copy।
২।যে কোন বিলের কাগজের Scan Copy যেমন পানির বিল বা গ্যাস বিল বা ব্যাংক এর স্টেটমেন্ট বা ফোন বিল ।যেটাই পারেন  তবে খেয়াল রাখবেন , ID কার্ড এর নাম আর বিল এর কাগজের নাম যাতে একই থাকে আর ইংরেজিতে থাকে  আর Address টাও ইংরেজিতে লেখা থাকে ।মূলত এই বিলের কাগজ দিয়ে আপনার Address ভেরিফাই করা হবে।

***আমাদের অনেকেই আছে যাদের হয়ত বয়সের কারণে উপরের Document গুলো নাই তারা আপনার পরিবারের যার নামে এই Document গুলো আছে তাদের Document দিয়ে একাউন্ট খুলতে পারবেন। কোন সমস্যা হবে না।** 


আর যারা আনভেরিফাই Account Use করবেন তাদের কোন কিছুই করা লাগবে না। 

এবার আসুন কিভাবে একাউন্ট Open করবেন।

১ম ধাপঃ Perfect Money।সেখানে গিয়ে Sign Up এ Click  করলে 

Create An Account পেজ আসবে ।

২য় ধাপ ঃ আপনার মেইল দিয়ে ফর্মটি ভালভাবে পূরণ করুন।

আপনার মেই্ল এ পরে আপনার login key আসবে যা আপনার একাউন্ট এ লগিন করার জন্য প্রয়োজন।

Account type টি Personal ই রাখুন। I agree with terms and conditions. এ ক্লিক করুন।

নতুন একটি পেইজ ওপেন হবে সেখান থেকে My Account এ ক্লিক করুন।
নিচের মতো একটি পেইজ ওপেন হবে

৩য় ধাপ ঃ আপনার মেইলে  এ দুটো মেইল যাবে Perfect Money থেকে, এর প্রথমটিতে আপনি আপনার Member ID পাবেন।

Member ID ও Password এবং Turing number যথাযথ ভাবে দিয়ে Authorize এ ক্লিক করুন।

এবার আপনি প্রবেশ করবেন আপনার Member Area তে

এভাবেই পেয়ে যাবেন আপনার একাউন্ট।

যাদের একাউন্ট ভেরিফিকেশন করার জন্য ব্যাংক স্টেটমেন্ট লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন।

অথবা যারা ফুল ভেরিফাইড করতে পারতেছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন ভেরিফাইড একাউন্টের জন্য চাইলে আপনার নামে করে নিতে পারবেন আপনার আইডি কার্ড হলেই হবে।


Previous Next

نموذج الاتصال