Electricity bill বিদ্যুৎ বিল সংগ্রহ করুন

আমরা যারা অনলাইনে কাজ করি বিভিন্ন ক্ষেত্রে অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য আমাদের ব্যাংক স্টেটমেন্ট অথবা বিদ্যুৎ বিল প্রয়োজন হয় সেটা নিয়ে আজকে আলোচনা করবো বিস্তারিত।

গুরুত্বপূর্ণ কথা:
বিদ্যুৎ বিল স্টেটমেন্ট যেটা দিয়ে ভেরিফিকেশন করতে চান সেটা অবশ্যই ইংলিশে হতে হবে যেমন পল্লী বিদ্যুৎ বা গ্রামে যে ভুলগুলো হয় সেগুলো বাংলাতে হয় সেই বিল দিয়ে হবে না অবশ্যই শহর বা সিটি কর্পোরেশন ইংলিশে হয় সেগুলো দিয়ে করতে পারবেন।

আপনি চাইলে ব্যাংক স্টেটমেন্ট অথবা বিদ্যুৎ বিল দিয়ে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন যেমনঃ নেটেলার,স্কিল, পারফেক্ট মানি, ফেয়ার, এই ধরনের অনলাইনের অনেক একাউন্ট দ্বিতীয় স্টেপ বা অ্যাড্রেস ভেরিফিকেশন এর জন্য সাধারণত ব্যাংক স্টেটমেন্ট অথবা বিদ্যুৎ বিলের প্রয়োজন হয়।

ব্যাংক স্টেটমেন্ট এবং বিদ্যুৎ বিল যেটাই ব্যবহার করেন দুইটাই ভালো প্রথমে একটা দিয়ে না হলে পরবর্তীতে আর একটা দিয়ে চেষ্টা করতে পারেন আশা করি হয়ে যাবে তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম চান্সে হয়ে যায় ভেরিফিকেশন।

বিদ্যুৎ বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট এর কাজ শুধুমাত্র অ্যাড্রেস ঠিকানা ভেরিফিকেশন করা আর অন্য কোন ওয়েবসাইট বা কাজ নাই।

অনেকের কাছে ইংলিশ বিদ্যুৎ বিল অথবা কোনো রকম বিদ্যুৎ বিল নাই বা ব্যাংক স্টেটমেন্ট নাই তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন।

আমরা নির্ভুলভাবে সুন্দর করে এডিটিং করে ব্যাংক স্টেটমেন্ট বিদ্যুৎ বিল দিয়ে থাকি।

ব্যাংক স্টেটমেন্ট অথবা বিদ্যুৎ বিল নেওয়ার জন্য ঠিকানা এবং নাম লাগবে যে তথ্যগুলো দিয়ে আপনি আপনার অনলাইন একাউন্ট খুলেছেন বা যেই ঠিকানা আপনি ভেরিফিকেশন করতে চান। বা যে ঠিকানা দিয়ে আপনি একাউন্ট খুলেছেন।

{getProduct} $button={Buy Now} $price={$3} $sale={50% Off}
বিশেষ সতর্কতা:
ব্যাংক স্টেটমেন্ট শুধুমাত্র অনলাইনের যেকোনো অ্যাকাউন্টের এড্রেস ভেরিফিকেশন করার জন্য।কোন কারনে যদি ভেরিফিকেশন না হয় সে ক্ষেত্রে আমরা দায়ী নয়। তাই নিজ দায়িত্বে সংগ্রহ করুন।

ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে প্রতিটি স্টেপ ঠিকমতো করুন আশা করি ভেরিফিকেশন হবে।
Previous Next

نموذج الاتصال