নতুন নিয়মে কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করবেন সেটা দেখাব আজকে।
আমরা অনেকে জন্ম নিবন্ধন যাচাই করতে গিয়ে পারতেছিনা। ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না অথবা গেলেও error data দেখা যায়।
এত কিছু কেন হচ্ছে বা কিভাবে আমরা সঠিকভাবে জন্ম নিবন্ধন যাচাই করতে পারব সেটা নিয়ে প্রশ্ন সবার।
এতকিছুর সমস্যার কারণ হচ্ছে সরকার জন্ম নিবন্ধন ওয়েবসাইট পরিবর্তন করেছে এবং সেটা নতুনভাবে চালু করা হয়েছে ২০২১ সালের ১০ জানুয়ারি কিন্তু তারপরও আমরা জন্ম নিবন্ধন যাচাই করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছি কিছুদিন যাবত।
এটার কারণ হিসেবে বলা হয়েছে কারিগরি উন্নয়ন এর জন্য এতদিন সমস্যা ছিল।
এখন কোন ঝামেলা ছাড়াই আপনারা জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
যাচাই ২টা ওয়েবসাইট থেকে করা যাবে কিন্তু প্রিন্ট করা যাবে ১টা ওয়েবসাইট থেকে।
যেটা থেকে প্রিন্ট করা যাবে সেটাই দেখাব আজ
কিভাবে মোবাইল দিয়ে যাচাই এবং প্রিন্ট করতে হয় তা নিচে ধাপে ধাপে দেখানো হয়েছে
কি কি লাগবে?
জন্ম নিবন্ধন টা হাতে নিন।
আর কোন কিছু লাগবে না।
এবার
প্রথমে নিচের লিংকে প্রবেশ করুন
এরপর নিচের ছবির মতো অপশন দেখতে পারবেন
এখানে ২টা অপশন খেয়াল করুন
১ম অপশনে ১৭ ডিজিট জন্ম নিবন্ধন নাম্বার হাতে থাকা জন্ম নিবন্ধন থেকে দেখে দেখে দিন।
( প্রথম ৪ ডিজিট জন্মসাল বাদ দিয়ে ৪টা শূন্য দিবেন তারপর বাকি ১৩ ডিজিট দিবেন )
২য় ঘরে
জন্ম তারিখ
YYYY-MM-DD আকারে দিন
নিচের মত হলে
এবার দেখুন আপনার সকল তথ্য চলে এসেছে।
এখানে আপনার ইউনিয়ন, গ্রাম,ঠিকানা,পিতা,মাতা,নিজের নাম সবকিছু থাকবে।
এবার সংরক্ষণ করুন।Print করার জন্য পিডিএফ ফরমেটে সেইভ করার জন্য
উপরে 3 Dot এ ক্লিক করুন
এবার Share এ ক্লিক করুন
এবার pdf এ ক্লিক করুন।আশা করি সবাই নিজের নিজের জন্ম নিবন্ধন যাচাই এবং প্রিন্ট করতে সক্ষম হবেন।