Neteller একাউন্ট কিভাবে খুলবেন এবং ভেরিফাই করবেন?

 Neteller Account – ফরেক্স মার্কেটে অর্থ বিনিয়োগ কিংবা উত্তোলনের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে নেটেলার। আমরা যারা বাংলাদেশে ফরেক্স ট্রেড করছি তারা সবসময়ই অর্থ বিনিয়োগ কিংবা উত্তোলনের জন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি কারন আমাদের দেশ থেকে সরাসরি লোকাল ব্যাংকের মাধ্যমে লেনদেন করার কোনও সুযোগ নেই। তাই ট্রেডাররা সবসময়ই তাদের বিনিয়োগকৃত অর্থ নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকেন। অনেকেই আমাদের প্রশ্ন করেন, ফরেক্স ব্রোকারে লেনেদেন করার জন্য কি কি মাধ্যম ব্যবহার করবেন? বেশীরভাগ সময়ই দেখা যায়, আমাদের দেশের ট্রেডাররা কোনও না কোনও ট্রেডার এর থেকে একাউন্ট ট্র্যান্সফার কিংবা কোনও ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের থেকে ব্যাংক এর মাধ্যমে লেনেদেন করেন। কিন্তু এই মাধ্যমগুলোর কোনটাই নিরাপদ নয়।

এই বছরের শুরুতে ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের কারনে, নেটেলার কর্তৃপক্ষ এদের সেবা ব্যবহার করায় বেশ কিছু অতিরিক্ত বিধি-নিষেধ আরোপ করে যার কারনে, বাংলাদেশ সহ বেশ কিছু দেশের একাউন্ট ব্যবহারকারীরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একাউন্ট বাতিল করে দেয়া। এখন পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের এমন অভিযোগ পেয়েছি যাদের একাউন্ট নেটেলার ব্লক করে দিয়েছে এবং একাউন্টে বিদ্যমান ফান্ডও ব্লক করে দিয়েছে। সুতরাং, যারা ফরেক্স কিংবা বাইনারি ট্রেডিং শুরুর জন্ন্য নেটেলার ব্যবহার করতে আগ্রহী অনুগ্রহ করে এটির পরিবর্তে স্ক্রিল এর একাউন্ট রেজিস্টার করে নেয়ার পরামর্শ দিচ্ছি।

কেননা, বেশীরভাগ ব্রোকারে আপনি যেই মাধ্যমে ফান্ড ডিপোজিট করবেন, ফান্ড উত্তোলন করার জন্যও আপনাকে সেই মাধ্যম ব্যবহার করতে হবে। এখন ধরুন, আপনি যেই ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের কাছ থেকে ফান্ড ডিপোজিট করিয়েছেন সেই ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান যদি না থাকে, তাহলে আপনার বিনিয়োগ উত্তোলন করবেন কি করে? ব্রোকারও আপনাকে সেই অর্থ উত্তোলন করতে দিবে না। কি চিন্তায় পড়ে গেলেন? এই সমস্যার সমাধান তাহলে কিভাবে হবে? অনুগ্রহ করে সম্পূর্ণ আর্টিকেলটি বিস্তারিত পড়ে নিন। তাহলেই আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন আশা করি।

ফ্রি Neteller একাউন্ট ওপেন করুন

Neteller.com বাটনে ক্লিক করার পর আপনার কাছে নিম্নোক্ত একটি ফর্ম আসবে যা আপনাকে পূরণ করতে হবে। উল্লেখিত ফর্মটি সঠিকভাবে পূরণ করে “Open Account” বাটনে ক্লিক করুন। আপনার নেটেলার একাউন্ট ওপেন হয়ে যাবে এবং আপনি আপনার ইমেইল আইডিতে একটি নিশ্চিতকরণ ইমেইল পাবেন। এখন আপনার নেটেলার একাউন্টে লগইন করে আপনার নেটেলার একাউন্ট ভেরিফাই করতে পারবেন।

স্পষ্ট করে দেখতে ছবিতে ক্লিক করুন।

Neteller Account কিভাবে ভেরিফাই করবেন?
আমরা সবচেয়ে বেশী সমস্যার সম্মুখীন হই নেটেলার একাউন্ট ভেরিফাই করা নিয়ে। কিন্তু মজার কথা হচ্ছে এটা খুবই সহজ একটি পক্রিয়া। আমাদের নিজেদের কিছু ভুলের কারণে আমরা এই সমস্যায় পড়ে থাকি। এখন আমরা জানবো কিভাবে আপনারা নেটেলার একাউন্ট ভেরিফাই করবেন?

  • ১ম ধাপ, সঠিকভাবে Neteller Account ওপেন করার পর আপনাকে প্রথমে যেকোনো পরিমাণ এমাউন্ট ডিপোজিট করতে হবে। তারপর আপনি, আপনার একাউন্টে ভেরিফাই করার অপশনটি পাবেন। এমাউন্ট যেকোনো পরিমাণ হতে পারে তবে, নেটেলার থেকে নেটেলার এর সর্বনিম্ন $5 ট্রান্সফার করা যায়। যদি আপনার কাছে skrill এর এমাউন্ট থেকে তাহলে আপনি $0.01 ও ডিপোজিট করতে পারবেন। যদি আপনার কাছে skrill এর ডলার না থাকে তাহলে আমরা আপনাকে $0.01 দিবো একাউন্ট ভেরিফাই করার জন্য।
  • ২য় ধাপ, এমাউন্ট ডিপোজিট করার পর- আপনাকে ৩টি আলাদা আলাদা security question সেট করতে হবে যাতে করে কোনও কারণে আপনার নেটেলার একাউন্ট ব্লক হয়ে গেলে বা কোনও ধরনের সমস্যা হলে আপনি এই প্রশ্নের উত্তর দিয়ে নেটেলার একাউন্টিকে পুনরুদ্ধার করতে পারেন। একাউন্ট এর নিরাপত্তার স্বার্থে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর নিজের কাছে সঠিকভাবে সংরক্ষন করুন এবং অন্য কারও কাছে শেয়ার করা থেকে বিরত থাকুন। তারপর, আপনাকে আপনার একাউন্ট এর জন্য একটি ৬ ডিজিটের Pin Code সেট করতে হবে। এই পিন কোড একাউন্ট লগইন করার সময় এবং অন্য একাউন্টে অর্থ লেনদেন করার জন্য আপনার এই পিন-কোডটির প্রয়োজন পরবে। অর্থাৎ, যখন আপনি নিজ নেটেলার একাউন্ট থেকে অন্য কারও নেটেলার একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে যাবেন তখন এই পিন কোডটি ব্যবহার করতে হবে। একাউন্ট এর নিরাপত্তার স্বার্থে, এই পিন কোডটিও কারও সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। তবে যদি কখনো এই পিন কোড ভুলে যান, তাহলে সেটিকে রিকভার অর্থাৎ নতুন করে সেট করে নিতে পারবেন।
  • ৩য় ধাপ, এবার আপনাকে আপনার নাম সঠিকভাবে ভেরিফাই করার জন্য NID/Passport/Driving License এর কপি আপলোড করতে হবে। এখানে আপনার NID/Passport/Driving License এর দুইপিঠের রঙিন ছবি সাবমিট করবেন। এক্ষেত্রে আপনাকে ওয়েবক্যাম এর ব্যাবহার করতে হবে।
  • সর্বশেষ ধাপ, আপনার ঠিকানা ভেরিফাই করার জন্য, আপনার নামে রয়েছে এমন যে কোনও একটি Utility BIll/Council papers/Court Bill/Bank Statement এর কপির ছবি আপলোড করবেন। এবার আপনার NID/Passport/Driving License টি আপনার মুখের সামনে ধরে আরও একটি ছবি তুলতে হবে। (এই ছবিটি আপলোড করার জন্য সরাসরি Webcam ব্যাবহার করতে হবে)
বি:দ্র: Neteller Account সঠিকভাবে ভেরিফাই করার সময়, নিম্নলিখিত বিষয়সমূহ সম্পর্কে সতর্ক থাকবেন – 

  • আপলোড কৃত ছবি রঙিন হতে হবে। সাদাকালো কিংবা ফটোকপি গ্রহণযোগ্য হবে না।
  • NID/Passport/Driving License এর ছবি স্পষ্ট এবং এখানে আপনার নাম এবং বয়স যাতে বোঝা যায় এরকম হতে হবে
  • ছবি স্ক্যান করে আপলোড করা যাবে না। স্ক্যানিং করা কোনও ইমেইজ ভেরিফিকেশন এর জন্য সাবমিট করা যাবে না। এক্ষেত্রে, ডকুমেন্ট সাবমিট করার সময় আপনার স্মার্টফোন থেকে সরাসরি ছবি তুলে আপলোড করে দিবেন।
  • ডকুমেন্টস এর ছবি তোলার সময়, সেটি একটি পরিষ্কার টেবিলে রেখে তারপর ভালো করে ফোকাস করে ছবি তুলবেন এবং লক্ষ্য রাখবেন, আপনার ডকুমেন্টস এর ৪টি কোনা যাতে করে স্পষ্ট বোঝা যায়।
  • VPN এর মাধ্যমে নেটেলার একাউন্ট রেজিস্ট্রেশন কিংবা ভেরিফাই করতে যাবেন না। এতে করে আপনার একাউন্ট স্থায়ীভাবে ব্লক করে দেয়া হতে পারে।
  • কখনোই একই নামে দুইটি কিংবা একাধিক নেটেলার একাউন্ট খুলতে যাবেন না, এতে আপনার দুইটি একাউন্টই ব্লক হয়ে যাবে। নেটেলার প্রতিষ্ঠান একাধিক একাউন্ট ব্যবহার করার কোনও সুবিধা প্রদান করে না। এবং আপনি যখন একাউন্ট রেজিস্টার করেন, তখন আপনার ইন্টারনেট আইপি (IP) নেটেলার এর সার্ভারে জমা হয়ে যায়। যদি একই আইপি ব্যবহার করে একাউন্ট রেজিস্টার করার চেষ্টা করেন তাহলে আপনি নিজেই বিপদে পারবেন।
  • ভুল কোনও তথ্য দিয়ে একাউন্ট ওপেন করতে যাবেন না। যদি আপনার কাছে এই দরকারি তথ্যগুলো না থাকে তাহলে আপনার নামে একাউন্ট রেজিস্টার করারও কোনও প্রয়োজন নেই। এতে আপনিই বিপদে পরতে পারেন।
  • একাধিক ব্রাউজার কিংবা আইপি ব্যবহার করে নিজের নেটেলার একাউন্ট লগইন তথাপি ব্যবহার করবেন না। এতে করে আপনার একাউন্ট এর নিরাপত্তাহানী হতে পারে। আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, পাবলিক স্থানের ইন্টারনেট কানেকশন (যেমন, মার্কেট, পার্ক, হোটেল সাইবার ক্যাফে) ব্যবহার করে কখনোই নেটেলার একাউন্টে লগইন কিংবা ব্রাউজ করবেন না। এতে করেও আপনার একাউন্ট স্থায়ীভাবে ব্লক করে দেয়া হতে পারে।
Previous Next

نموذج الاتصال