আমাদের অনেকের-ই Web Money অ্যাকাউন্ট আছে। কিন্তু Limit বা Upgrade করতে পারি না বিধায় ব্যাবহার করতে চাই না। আজকে আমি আপনাদের কিছু Screen Shot সহ Web Money Account কি করে করবেন এবং কি করে upgrade করবেন তা সম্পর্কে বলব। ক্রমাগত ছবিগুলো দেখলে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না।
এই ধরনের একটি পেজ ওপেন হবেঃ
Create an account এ Click করুনঃ এই ধরনের একটি পেজ ওপেন হবে
আপনার passport অনুযায়ী সব information দিন এবং Proceed করুনঃ এই ধরনের একটি পেজ ওপেন হবে
আপনার passport অনুযায়ী সব information মেলান এবং Proceed করুনঃ এই ধরনের একটি পেজ ওপেন হবে
এখানে আপনার পছন্দসই password দুইবার দিন, কেপচা দিন OK করুন। ব্যাস- হয়ে গেল Web Money Mini Account :)
খেয়াল করুন- উপরে ডানপাশে একটা ID আছে, এটাই আপনার Web Money ID (WMID) - এটা সঠিকভাবে নোট করে রাখুন। উপরে বামে একটা Purse নামে বাটন আছে, তাতে Click করুন- এই ধরনের একটি পেজ ওপেন হবে
Purse এর অধিন এ একটি বাটন পাবেন যাতে লিখা- "+ Here is empty, but you can add" - এই বাটন এ click করুনঃ এই ধরনের একটি পেজ ওপেন হবে
এখন আপনার কাছে WM ID আছে, Purse ID আছে- So আপনি অ্যাকাউন্ট ব্যাবহার শুরু করতে পারেন। প্রতি দিন- ২০০ ডলার, সপ্তাহে- ৫০০ ডলার এবং মাসে ১৫০০ ডলার। কি, পোষায় না? আরও বেশি চাই? তাহলে ত অ্যাকাউন্ট verification লাগবে!
Passport scan করে রেডি করেন- Setting এ যান। দেখুন নিচে ডানে একটা box আছে- Account Management Methods নামে। এখানে বলে রাখি- আপনার বর্তমান অ্যাকাউন্ট আছে Web Money MINI হিসাবে। আপনি এটাকে Keepers Classic কিংবা Keepers Light version এ নিয়ে ব্যাবহার করতে পারবেন। প্রতি দিন- ৩,০০০ ডলার, সপ্তাহে- ১৫,০০০ ডলার এবং মাসে ৪০,০০০ ডলার। Keeper Classic একটা জটিল interface. এটা user friendly না। অন্যদিকে Keeper Light ব্যাবহার বেশ সহজ। Android + PC যেকোনো সিস্টেম সাপোর্ট করে, Web Browser হইলেই হয়। দেরি না করে চলেন account upgrade করে নেই। Light এর পাশে enable বাটন চাপি।
ID, Password & Capcha দেই Enter বাটন চাপি
Get the code দেই Enter বাটন চাপি
Phone এ একটা code পাবেন, তা প্রবেশ করান এবং আবার Enter বাটন চাপুন-
একটা security পেজ আসবে-
একটা form পাবেন, fill up করুন এবং set button চেপে জন্ম, passport এর উৎপত্তি ও বাড়ির location দিন-
Save বাটন চাপুন
Upload a new document বাটন চাপুন-
Choose File এ গিয়ে Scan করা Passport এর কপি Upload করুন-
ফাইল এর নাম দিন- Finish Uploading চাপুন-
উপরের Security tab চাপুন-
বাম এর list থেকে Operation modes চাপুন-ডান থেকে Keeper Light বাছাই করুণ-
Password দিন এবং Change operation mode চাপুন-
অ্যাকাউন্ট তৈরি-
Menu >> Purses >> View all... দিন